০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
মিরপুরে খেলা দেখতে গিয়ে সাকিব প্রসঙ্গে মুখ খুললেন মির্জা ফখরুল, জানালেন প্রিয় ক্রিকেটারের নাম

image

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—টি-স্পোর্টসের প্রশ্নে বললেন, “সাকিব খেলবে কিনা নির্ভর করবে তার ফর্মের উপর।”

রাজনীতি, ক্রিকেট এবং ভক্তির এক ব্যতিক্রমী সংমিশ্রণ দেখা গেল বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। মাঠে শুধু ক্রিকেটারই নন, গ্যালারিতে ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও।

রোববার বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি দেখতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খেলা শুরুর আগেই গ্যালারিতে এসে বসেন তিনি। ম্যাচ চলাকালে জনপ্রিয় ক্রীড়া সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টস তাঁর কাছে কিছু প্রশ্ন রাখে।

প্রশ্ন ছিল—বিএনপি সরকারে এলে সাকিব আল হাসান আবার জাতীয় দলে সুযোগ পাবেন কি না?
জবাবে ফখরুল বলেন,

“সাকিবের ফর্মের উপর নির্ভর করবে সেটা। সে ক্রিকেটে থাকবে কি না সেটা তার উপর নির্ভর করবে। আমি কখনো খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাই না এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে।”

আলোচনার এক পর্যায়ে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয় তার প্রিয় ক্রিকেটার কে?
উত্তরে তিনি জানান,

“আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।”

সেদিন মুশফিকও মাঠে উপস্থিত ছিলেন—সন্তান মায়ানকে নিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তিনি। দিন শেষে বাংলাদেশ দারুণ পারফর্ম করে পাকিস্তানকে হারিয়ে দেয় ৭ উইকেটের ব্যবধানে।

ক্রিকেট মানেই আবেগ, আর সেই আবেগেই মিরপুরের মাঠে হাজির ছিলেন রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ মির্জা ফখরুল। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়ে, নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে মুশফিকের নাম বলায় মুগ্ধ হয়েছে অনেক ক্রিকেটপ্রেমী। মাঠে একদিকে জয়, অন্যদিকে রাজনৈতিক সম্প্রীতির বার্তা—দু’টিই যেন পাওয়া গেল একই দিনে।








অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading