২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
ব্রিটেন
কৃষকদের উত্তরাধিকার কর নিয়ে লেবার এমপিদের বিদ্রোহের মুখে স্টারমার

image

কৃষকদের উপর উত্তরাধিকার কর আরোপের সিদ্ধান্তে লেবার সরকারের বিরুদ্ধে নিজের দলের এমপিদের বিদ্রোহ শুরু হয়েছে। লেবার এমপিরা পারিবারিক খামার রক্ষায় উত্তরাধিকার কর নীতিতে পরিবর্তন আনতে চাইছেন। এতে প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে।

যুক্তরাজ্যের লেবার সরকার কৃষকদের উত্তরাধিকার কর আরোপের পরিকল্পনার কারণে নিজ দলের অন্তর্দ্বন্দ্বের মুখে পড়েছে। টেলিগ্রাফের তথ্যমতে, ৪০ জনেরও বেশি লেবার এমপি এই নীতি দুর্বল করতে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন। নতুন নীতির আওতায়, ২০২৬ সালের এপ্রিল থেকে সম্পূর্ণ কর ছাড় সীমাবদ্ধ হয়ে দাঁড়াবে ১ মিলিয়ন পাউন্ডে—যার উপরে মাত্র ৫০ শতাংশ কর ছাড় প্রযোজ্য হবে।

ব্যাকবেঞ্চ এমপিরা ছোট পারিবারিক খামারগুলোকে করমুক্ত রাখতে সংশোধনীর মাধ্যমে নীতি পরিবর্তনের উদ্যোগ নিতে চাইছেন। এতে সরকারের বাজেট পরিকল্পনায় বড়সড় চ্যালেঞ্জ দেখা দিতে পারে।

কৃষকবান্ধব নীতির দাবি:
একটি “গ্রামীণ বৃদ্ধি গোষ্ঠী” প্রস্তাব দিয়েছে, যাতে ১০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত সম্পত্তির উপর পূর্ণ কর ছাড় এবং ২০ মিলিয়ন পর্যন্ত ৫০ শতাংশ ছাড় রাখা হয়। এর উপরে কর ছাড়া প্রযোজ্য না করার পরামর্শ দেয়া হয়েছে।

বিদ্রোহের বিস্তার:
উত্তরাধিকার কর ছাড়াও এমপিরা অভিবাসন আইন ও দুই সন্তানের সুবিধা সীমার মতো বিষয়েও অসন্তোষ প্রকাশ করছেন। এমপিদের মতে, সরকার পিছনের বেঞ্চের মতামত উপেক্ষা করছে।

অভিবাসন নীতিতে চাপ:
গ্রীষ্মকালীন ছুটির পর স্টারমার সরকার অভিবাসন আইন সংশোধনে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। কিন্তু অনেক এমপি ও মানবাধিকার সংস্থা এতে বিরোধিতা করছে।

ক্ষমা চাওয়ার সমালোচনা:
“অপরিচিতদের দ্বীপ” শব্দচয়নের জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াকে দুর্বলতা হিসেবে দেখছেন বিরোধী এমপিরা এবং রিফর্ম ইউকে নেতা নাইজেল ফ্যারেজ।

লেবার সরকারের উত্তরাধিকার কর নীতিকে কেন্দ্র করে স্টারমার নেতৃত্বাধীন প্রশাসনের ভিতরে চাপ বাড়ছে। অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিরোধিতা সরকারের ভবিষ্যৎ করনীতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। কৃষকদের স্বার্থ রক্ষা ও রাজনৈতিক ভারসাম্য রক্ষায় এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে রয়েছেন প্রধানমন্ত্রী।




অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading