০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
ব্রিটেন
যুক্তরাজ্যে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বিপর্যয়, শতাধিক ফ্লাইট বাতিল

image

ব্রিটেনে বিমান চলাচল নিয়ন্ত্রণে গুরুতর কারিগরি ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা। রাডার ব্যর্থতার কারণে লন্ডনের আকাশসীমা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে যুক্তরাজ্যজুড়ে বাতিল হয় শতাধিক ফ্লাইট, ভোগান্তিতে পড়েন লাখো যাত্রী।

যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাটস (NATS) জানায়, কারিগরি সমস্যার কারণে তাদের হ্যাম্পশায়ারের সোয়ানউইক কেন্দ্রে আকাশসীমা ব্যবস্থাপনায় বিপর্যয় দেখা দেয়।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক ঘণ্টার বেশি সময় ধরে লন্ডনের আকাশসীমা আংশিকভাবে বন্ধ থাকে। মূল সমস্যা ছিল রাডার ব্যর্থতা, যা ২০ মিনিট স্থায়ী হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়।

পরিবহন বিভাগ (DfT) সূত্রে জানা গেছে, সমস্যাটি এখন "স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার প্রক্রিয়ায়" রয়েছে।

সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত ১২০টিরও বেশি ফ্লাইট বাতিল হয় এবং আরও অনেক ফ্লাইট বিলম্বিত হয়।

বিমান চলাচল বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম (Cirium) জানিয়েছে, শুধু বুধবারেই যুক্তরাজ্যের বিভিন্ন বিমানবন্দর থেকে নির্ধারিত ছিল ৩,০৮০টি ফ্লাইট, যার মাধ্যমে ভ্রমণ করতেন ৫,৭৭,০০০ যাত্রী।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এই কারিগরি বিপর্যয়ের প্রভাব আরও কয়েকদিন স্থায়ী হতে পারে, কারণ বাতিল ফ্লাইটের পুনঃনির্ধারণ, যাত্রী পুনর্বিন্যাস ও বিমান চলাচল রুট স্বাভাবিক করতে সময় লাগবে।

বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার এমন ব্যর্থতা ব্রিটিশ পরিবহন ব্যবস্থার দুর্বল দিকগুলোকে সামনে এনেছে। যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা ও অনিশ্চয়তা পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত বিকল্প নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা।









অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading