০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
ব্রিটেন
লন্ডনে ইউকিপ সমর্থকদের বিক্ষোভে উত্তেজনা, পাল্টা-বিক্ষোভ টাওয়ার হ্যামলেটসে

image

হোয়াইটচ্যাপেলে সমাবেশ স্থগিতের পর ইউকিপ সমর্থকদের মিছিল, পুলিশের কড়া নজরদারি — চারজন গ্রেপ্তার।

হোয়াইটচ্যাপেলে পুলিশ পরিকল্পিত সমাবেশ আটকে দেওয়ার পর যুক্তরাজ্যের ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি (ইউকিপ) সমর্থকরা মধ্য লন্ডনের মার্বেল আর্চের দিকে মিছিল শুরু করেছে। এ সময় তাদের পাল্টা-বিক্ষোভে টাওয়ার হ্যামলেটসে সমবেত হয়েছেন বর্ণবাদবিরোধী সংগঠনগুলো।

লন্ডনের কেন্দ্রে ইউকিপ সমর্থকদের মিছিলে “ব্রিটেনে ইসলামপন্থী আক্রমণকারীদের স্বাগত নয়” লেখা ব্যানার দেখা গেছে। বিক্ষোভকারীরা “তাদের ফিরিয়ে পাঠাও” স্লোগান দিতে দিতে কেনসিংটনের লন্ডন ওরেটরি থেকে যাত্রা শুরু করে।

মিছিলটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে মেট্রোপলিটন পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ ভ্যান, মোটরবাইক ও বিশেষ টহল দল মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভের পথে শর্ত লঙ্ঘন করে উপস্থিত চারজন পাল্টা-বিক্ষোভকারীকে সতর্ক করার পরও সরে না যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, “গুরুতর বিশৃঙ্খলা রোধ করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তারা মোতায়েন রয়েছেন।”

অন্যদিকে, পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বর্ণবাদবিরোধী সংগঠন স্ট্যান্ড আপ টু রেসিজম পাল্টা-বিক্ষোভ আয়োজন করেছে।

মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানান, “টাওয়ার হ্যামলেটসে স্ট্যান্ড আপ টু রেসিজম ও স্থানীয় গোষ্ঠীগুলির আয়োজিত বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি।”

পুলিশ আরও জানিয়েছে, হোয়াইটচ্যাপেল স্টেশনের কাছে হোয়াইটচ্যাপেল রোড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে কোনো সংঘর্ষ না ঘটে। প্রাথমিকভাবে ইউকিপের বিক্ষোভ পূর্ব লন্ডনের ওই বরোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, পুলিশের হস্তক্ষেপে তা মার্বেল আর্চে স্থানান্তরিত করা হয়, বিশৃঙ্খলার আশঙ্কায়।

লন্ডনে ইউকিপ ও বর্ণবাদবিরোধী গোষ্ঠীর মুখোমুখি অবস্থান উত্তেজনা তৈরি করেছে। তবে পুলিশের তৎপরতায় এখন পর্যন্ত কোনো বড় সহিংসতার ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উভয় পক্ষের সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ করার চেষ্টা চলছে।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading