০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
ব্রিটেন
লন্ডনে অপরাধ নিয়ে ট্রাম্প-সাদিক দ্বন্দ্ব: পরিসংখ্যানে কী বলছে সত্য?

image

লন্ডনে অপরাধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও মেয়র সাদিক খানের মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ। ট্রাম্প দাবি করেছেন, লন্ডনে অপরাধ “চূড়ান্তভাবে ছড়িয়ে পড়ছে”, আর সাদিক খান পাল্টা বলেছেন শহরে হত্যার হার যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোর চেয়ে কম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনের মেয়র সাদিক খানকে আক্রমণ করে বলেছেন, “লন্ডনে অপরাধ চূড়ান্তভাবে ছড়িয়ে পড়ছে” এবং তিনি “বিশ্বের সবচেয়ে খারাপ মেয়রদের একজন।” এই মন্তব্য তিনি যুক্তরাজ্যে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে ফেরার পথে সাংবাদিকদের কাছে করেন। অন্যদিকে সাদিক খান দাবি করেছেন, লন্ডনে হত্যার হার যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলোর তুলনায় কম এবং গত ১০ বছরের মধ্যে নরহত্যার সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করার মতো তথ্যও সামনে এসেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ONS) এর তথ্য অনুযায়ী, ২০১৫/১৬ অর্থবছরের তুলনায় ২০২৪/২৫ সালে লন্ডনে মোট অপরাধের সংখ্যা ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 ২০১৫/১৬ সালে লন্ডনে রেকর্ড করা অপরাধের সংখ্যা ছিল ৭৪৩,৭২৮। যা ২০২৪/২৫ সালে বেড়ে দাঁড়ায় ৯৫১,৮০৩-এ।
একই সময়ে জনসংখ্যা বেড়েছে আনুমানিক ৩,২৭,৫০০ জন।
হত্যার সংখ্যা কিছুটা কমেছে (২০১৫/১৬ সালে ১১১টি থেকে ২০২৪/২৫ সালে ১০৪টিতে)।
তবে ছুরি ব্যবহারে গুরুতর অপরাধের সংখ্যা প্রায় ৮০% বৃদ্ধি পেয়েছে — ২০১৫/১৬ সালে ৯,০৮৬ থেকে ২০২৪/২৫ সালে ১৬,৩৪৪-এ।
লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় সাম্প্রতিক এক বন্দুক হামলার ঘটনাও শহরের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত করছে ট্রাইডেন্ট নর্থ ইস্ট স্পেশালিস্ট ক্রাইম কমান্ড।

ডোনাল্ড ট্রাম্প ও সাদিক খানের দ্বন্দ্ব শুধু রাজনৈতিক নয়, বরং লন্ডনের অপরাধের বাস্তব পরিস্থিতিকে ঘিরে জটিল আলোচনার জন্ম দিয়েছে। হত্যার হার কমলেও সামগ্রিক অপরাধ এবং বিশেষ করে ছুরি-সংক্রান্ত অপরাধের বৃদ্ধি লন্ডনের নিরাপত্তা চিত্রকে প্রশ্নবিদ্ধ করছে। অক্টোবর মাসে নতুন অপরাধের পরিসংখ্যান প্রকাশের পর এ বিতর্ক আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading