বিশ্বের শীর্ষ মেধাবীদের যুক্তরাজ্যে আকৃষ্ট করতে ভিসা ফি বাতিল বা কমানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন প্রশাসন এ প্রস্তাব নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং প্রতিভাবান বিদেশিদের যুক্তরাজ্যে টানতে ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ বিভিন্ন বিকল্প বিবেচনা করছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিশ্বের শীর্ষ মেধাবীদের যুক্তরাজ্যে আনতে ভিসা নীতি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তার গঠিত ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ বর্তমানে প্রস্তাব খতিয়ে দেখছে।
সবচেয়ে আলোচিত প্রস্তাব হলো— বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তদের জন্য ভিসা ফি সম্পূর্ণ মওকুফ করা। বর্তমানে এই ভিসার ফি প্রতিজনের জন্য ৭৬৬ পাউন্ড এবং স্বজনদের ক্ষেত্রেও একই হারে প্রযোজ্য। এছাড়া প্রতিজন আবেদনকারীকে বছরে প্রায় ১,০৩৫ পাউন্ড স্বাস্থ্য সারচার্জ দিতে হয়।
যুক্তরাষ্ট্র সম্প্রতি বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করায় যুক্তরাজ্যের ভিসা সংস্কারের প্রক্রিয়া আরও গতিশীল হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরে বাজেট ঘোষণার আগেই এই প্রণোদনা কার্যকর হতে পারে।
‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’ ২০২০ সালে চালু হয়, যার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, মানবিক বিদ্যা, ডিজিটাল প্রযুক্তি এবং শিল্প-সংস্কৃতিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিভাবানদের যুক্তরাজ্যে আকৃষ্ট করা।
স্টারমারের ব্যবসা উপদেষ্টা বরুণ চন্দ্র এবং বিজ্ঞানমন্ত্রী লর্ড প্যাট্রিক ভ্যালান্স টাস্কফোর্সটির নেতৃত্ব দিচ্ছেন।
যদিও হোম অফিস এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি, কর্মকর্তারা জানিয়েছেন যে নিয়মকানুন পর্যালোচনার মধ্যে রয়েছে। এক সরকারি কর্মকর্তা বলেন— “এই উদ্যোগ অভিবাসন কমানোর নীতিকে দুর্বল করবে না; বরং বিশ্বের সেরা প্রতিভাদের ব্রিটেনে আনতেই এটি কার্যকর হবে।”
বিশ্বের শীর্ষ মেধাবীদের জন্য ভিসা ফি বাতিল বা কমানোর উদ্যোগ যদি কার্যকর হয়, তবে যুক্তরাজ্যের অর্থনীতি যেমন নতুন গতিতে এগোবে, তেমনি আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে।
অনলাইন ডেস্ক
Comments: