যুক্তরাজ্যে অবৈধ কর্মী নিয়োগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। বছরের প্রথম তিন মাসেই কেয়ার কোম্পানিগুলিকে জরিমানা প্রায় ৬ লাখ পাউন্ড। যুক্তরাজ্যে অবৈধভাবে কর্মী নিয়োগের অভিযোগে একাধিক কেয়ার কোম্পানিকে জরিমানা করেছে হোম অফিস। নতুন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৬০০,০০০ পাউন্ড জরিমানা আদায় করা হয়েছে। চেশায়ারের ঠিকানায় নিবন্ধিত ক্যাডার হেলথকেয়ার সবচেয়ে বেশি জরিমানা গুনেছে—২১০,০০০ পাউন্ড। এটি চলতি সময়ে যুক্তরাজ্যে কোনো ব্যবসার জন্য দ্বিতীয় সর্বোচ্চ জরিমানা।
এছাড়া, কেয়ার খাতে নিয়োগকারী প্রতিষ্ঠান জেকো রিক্রুটমেন্ট লিমিটেডকে ১০৫,০০০ পাউন্ড, প্রাইমারি কেয়ার রিক্রুটমেন্টকে ২০,০০০ পাউন্ড, এবং লন্ডনভিত্তিক বারচেস্টার হেলথকেয়ার লিমিটেডকে ৬০,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ফাউন্টেন লজ কেয়ার হোম লিমিটেড এবং এ অ্যান্ড বি কোয়ালিটি কেয়ার প্রত্যেকে ৪৫,০০০ পাউন্ড জরিমানার মুখে পড়েছে।
হোম অফিসের নীতিমালা অনুযায়ী, যুক্তরাজ্যে কাজের অধিকার ছাড়া কর্মী নিয়োগ করলে প্রথম অপরাধে প্রতি কর্মীর জন্য জরিমানা ৪৫,০০০ পাউন্ড এবং পুনরাবৃত্ত অপরাধে ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে। এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হয়েছে—বিদেশ থেকে কর্মী আনার আগে কেয়ার কোম্পানিগুলোকে প্রমাণ করতে হবে যে তারা স্থানীয়ভাবে নিয়োগের চেষ্টা করেছে। একইসঙ্গে মে মাসে স্বরাষ্ট্র সচিব ইভেট কুপার ঘোষণা করেছেন, সরকারের অভিবাসন সংস্কারের অংশ হিসেবে কেয়ার ভিসা বন্ধ করা হবে। তিনি জানান, পরিবর্তনের ফলে আগামী এক বছরের মধ্যে ৫০,০০০ পর্যন্ত নিম্ন-দক্ষ ভিসা হ্রাস পাবে। সরকারি হিসাব বলছে, ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে প্রায় ১,৮৫,০০০ বিদেশি কর্মী ভিসার মাধ্যমে নিয়োগ পেয়েছেন। তবে ইউনিসনের জরিপে উঠে এসেছে, অভিবাসী কর্মীদের এক-চতুর্থাংশ অবৈধভাবে ভিসা ফি দিয়েছেন।
সরকার এখন অবৈধ নিয়োগ রোধে আরও কড়াকড়ি করছে। হটস্পট হিসেবে নাপিতের দোকান, পেরেক বার, ডেলিভারি ড্রাইভারদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। একইসঙ্গে অবৈধ নিয়োগে দোষী ব্যবসার লাইসেন্স বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিবাসন সংস্কারের অংশ হিসেবে ব্রিটিশ সরকার কেয়ার খাতে অবৈধ নিয়োগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। মন্ত্রীরা আশা করছেন, এই উদ্যোগ অবৈধ অভিবাসন ও কর্মসংস্থানের সুযোগ হ্রাস করবে এবং অপরাধী চক্রের কার্যক্রমে আঘাত হানবে।
অনলাইন ডেস্ক
Comments: