লন্ডনের গণপরিবহন ব্যবস্থা আবারও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। টিউব কর্মীদের ধর্মঘট নিয়ে টানা বৈঠকেও কোনও সমাধান আসেনি। ফলে আগামী সপ্তাহে লন্ডন আন্ডারগ্রাউন্ডে ছয় দিনের বিশৃঙ্খলার শঙ্কা তৈরি হয়েছে।
আগামী সপ্তাহের টিউব ধর্মঘট রোধে টানা আলোচনার পরও কোনও সমাধান আসেনি। মঙ্গলবারের আলোচনার পর বুধবার আবারও ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) এবং আরএমটি ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠকে বসেন। কিন্তু সূত্র জানিয়েছে, আলোচনা কোনওভাবেই এগোয়নি। মূল সমস্যা তৈরি হয়েছে আরএমটির দাবি নিয়ে, যেখানে তারা ৩২ ঘণ্টার কর্মসপ্তাহ চালুর দাবি জানিয়েছে।
TfL স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই দাবি মানতে প্রস্তুত নয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বেতন বাজেট ব্যয়ের ক্ষেত্রে তারা কর্মঘণ্টা কমানোর পরিবর্তে বেতন বৃদ্ধিকে অগ্রাধিকার দেবে। এছাড়া, TfL জানিয়েছে, আরএমটির দাবিগুলো পূরণ করতে হলে কয়েক মিলিয়ন পাউন্ড অতিরিক্ত ব্যয় হবে।
TfL ইতোমধ্যেই প্রায় ১৬,৫০০ টিউব কর্মীদের কাছে চিঠি পাঠিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। তারা বলেছে, আলোচনার জন্য এখনও উন্মুক্ত থাকলেও আপাতত নতুন কোনও বৈঠকের পরিকল্পনা নেই। শ্রমিক নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি শুক্রবার রাতের মধ্যে সমাধান না আসে তবে আগামী সপ্তাহে লন্ডন আন্ডারগ্রাউন্ডে ছয় দিনের তীব্র বিঘ্ন ঘটবে। এমনকি সপ্তাহান্তে ধর্মঘট প্রত্যাহার করা হলেও যাত্রীদের দুর্ভোগ এড়ানো সম্ভব হবে না।
লন্ডনের টিউব ধর্মঘট নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। আলোচনায় সমাধান না এলে আগামী সপ্তাহে রাজধানীর কোটি মানুষের দৈনন্দিন যাতায়াতে ব্যাপক ভোগান্তি তৈরি হতে পারে।
অনলাইন ডেস্ক
Comments: