একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ব্রিটিশদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ শর্তহীন ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির বিপক্ষে। জেএল পার্টনার্স পরিচালিত জরিপে ৯০ শতাংশ নাগরিক কেয়ার স্টারমারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের পরিকল্পিত শর্তহীন ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অধিকাংশ ব্রিটিশ নাগরিক। জেএল পার্টনার্সের জরিপে প্রায় ৯০ শতাংশ নাগরিক এ সিদ্ধান্তকে সমর্থন করেননি। প্রধানমন্ত্রী রবিবার এই ঘোষণা দেওয়ার কথা থাকলেও জনগণের বিরোধিতা এখন স্পষ্ট হয়ে উঠেছে।
জরিপের তথ্য অনুযায়ী, মাত্র ১৩ শতাংশ ব্রিটিশ নাগরিক কোনও শর্ত ছাড়াই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন। লেবার ভোটারদের মধ্যে এ সমর্থনের হার আরও কম, মাত্র ১১ শতাংশ। অন্যদিকে, জনগণের ৫১ শতাংশ সরাসরি শর্তহীন স্বীকৃতির বিরোধিতা করছেন। কারণ হিসেবে বলা হচ্ছে, হামাস এখনও গাজা নিয়ন্ত্রণ করছে এবং জিম্মিদের মুক্তি দেয়নি। এছাড়া ৪০ শতাংশ ব্রিটিশ মনে করেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পূর্বশর্ত হওয়া উচিত হামাসের যুদ্ধবিরতিতে সম্মতি ও জিম্মিদের মুক্তি। এই জরিপ স্পষ্টভাবে দেখাচ্ছে, সরকারের সিদ্ধান্তের সঙ্গে সাধারণ মানুষের অবস্থানের মধ্যে বড় ধরনের ফারাক তৈরি হয়েছে।
জেএল পার্টনার্সের এই জরিপের ফলাফল প্রমাণ করছে, ব্রিটিশ জনগণের বড় অংশ শর্তহীন ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির বিরোধিতা করছেন। কেয়ার স্টারমার ঘোষণার মাধ্যমে কতটা রাজনৈতিক চাপের মুখে পড়বেন, তা এখন সময়ই বলে দেবে।
অনলাইন ডেস্ক
Comments: