০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
ব্রিটেন
আরএমটি ধর্মঘটে লন্ডনের টিউব অচল, ব্যাপক ভোগান্তিতে যাত্রী

image

আরএমটি ধর্মঘটে লন্ডনের পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে, যার ফলে লক্ষাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বেতন ও কাজের শর্তাবলী নিয়ে বিরোধের জেরে চালক, সিগন্যালার ও রক্ষণাবেক্ষণ কর্মীদের অংশগ্রহণে শুরু হওয়া এই পদযাত্রা পুরো সপ্তাহজুড়ে চলবে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডনে আরএমটি ধর্মঘটের কারণে টিউব পরিষেবা কার্যত বন্ধ হয়ে গেছে। বেতন ও কাজের শর্তাবলী নিয়ে তীব্র বিরোধের পরিপ্রেক্ষিতে চালক, সিগন্যালার এবং রক্ষণাবেক্ষণ কর্মীরা ধর্মঘটে অংশ নিয়েছেন। ধর্মঘট রবিবার থেকে শুরু হয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং শুক্রবার, ১২ সেপ্টেম্বর সকাল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এই পদযাত্রার ফলে লন্ডনের আন্ডারগ্রাউন্ড পরিষেবা সীমিত বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু টিউবই নয়, এর প্রভাব পড়েছে ডকল্যান্ডস লাইট রেলওয়ে (DLR) তেও, যা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিকে, ব্যাংক এবং শ্যাডওয়েলের মধ্যে ডিএলআরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে। একইসাথে সেন্ট্রাল লন্ডনের এলিজাবেথ লাইন-এর কিছু স্টপে ট্রেন থামছিল না।

Transport for London (TfL) জানিয়েছে, ধর্মঘট চলাকালীন এলিজাবেথ লাইন, লন্ডন ওভারগ্রাউন্ড, বাস ও ট্রাম পরিষেবা অত্যন্ত ভিড়াক্রান্ত হবে।

সোমবার দুপুর পর্যন্ত প্রভাবিত টিউব লাইনগুলোর মধ্যে রয়েছে:

বেকারলু লাইন: কোনো পরিষেবা নেই।

সেন্ট্রাল লাইন: আংশিক পরিষেবা চালু।

সার্কেল লাইন: সম্পূর্ণ বন্ধ।

জেলা লাইন: সম্পূর্ণ বন্ধ।

হ্যামারস্মিথ ও সিটি লাইন: সম্পূর্ণ বন্ধ।

জুবিলি লাইন: সম্পূর্ণ বন্ধ।

মেট্রোপলিটন লাইন: আংশিক পরিষেবা।

নর্দার্ন লাইন: আংশিক পরিষেবা।

যাত্রীদের বিকল্প হিসেবে ওভারগ্রাউন্ড, বাস ও অন্যান্য লাইন ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। আরএমটি ধর্মঘট লন্ডনের পরিবহন ব্যবস্থাকে একেবারে পঙ্গু করে দিয়েছে। হাজারো মানুষ বিকল্প পরিবহন ব্যবহার করলেও তাতে ভিড় ও বিশৃঙ্খলা আরও বেড়েছে। শ্রমিক ইউনিয়নের দাবি না মানা পর্যন্ত এই দুর্ভোগ চলবে বলেই মনে করা হচ্ছে।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading