০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ, সন্ধান মেলেনি দিনশেষেও

image

সিলেটের জাফলংয়ে নদীতে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন, দিনভর উদ্ধার তৎপরতা চালিয়েও সন্ধান মেলেনি। দলবল নিয়ে ভ্রমণে এসে ফুটবল খেলার পর নদীতে নেমেছিলেন তিনজন। দু’জন পাড়ে উঠলেও মুকিত আহমদ নামে এক তরুণ পানির স্রোতে তলিয়ে যান।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে নিখোঁজ হন পর্যটক মুকিত আহমদ (১৮)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে পরিবার নিয়ে সিলেট শহরের মাছিমপুর এলাকায় বসবাস করেন এবং পেশায় একজন শ্রমিক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, মুকিতসহ ২৮ জনের একটি দল শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরে নদীর পাশে ফুটবল খেলার পর তিনজন পানিতে নামেন। এদের মধ্যে দুজন পাড়ে উঠতে সক্ষম হলেও মুকিত পানির প্রবল স্রোতে তলিয়ে যান।

সঙ্গে থাকা বন্ধু শাওন জানিয়েছেন, পানিতে নামার পরপরই স্রোত অনেক বেশি ছিল, যার জন্য মুকিত আর পাড়ে উঠতে পারেননি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী ডুবুরি দল। তারা প্রায় এক ঘণ্টা উদ্ধার তৎপরতা চালালেও সন্ধ্যা পর্যন্ত মুকিতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাফলং বিট অফিসার ওবায়দুল্লাহ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং নিখোঁজকে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

নদীর প্রবল স্রোত ও অগভীর তলদেশের কারণে জাফলং পর্যটনকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্কভাবে নদীতে নামার অনুরোধ জানানো হয়েছে।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading