০১ নভেম্বর ২০২৫ | ১৭ কার্তিক ১৪৩২
বিশ্ব
গাজায় মানবিক বিপর্যয়: ট্রাম্পের সাথে একমত কিয়ার স্টারমার

image

গাজায় মানবিক বিপর্যয় নিয়ে একমত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের সংকটে ধুঁকছে গাজা উপত্যকা। স্টারমার বললেন, রাজনৈতিক সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজায় চলমান মানবিক সংকটকে ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের মতের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমরা গাজায় যা দেখছি তা নিঃসন্দেহে একটি মানবিক বিপর্যয়। সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা, চরম দুর্ভোগে আছে।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন সবাই একযোগে এই সংকট মোকাবিলায় এগিয়ে আসে।

স্টারমার ট্রাম্পের প্রস্তাবিত ‘খাদ্য কেন্দ্র’ (Food Hub) পরিকল্পনার প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে সমন্বিত পদক্ষেপের ওপর জোর দেন। তবে তিনি এই সংকটের স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, গাজার প্রায় ২০ লক্ষ মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, অঞ্চলটিতে দুর্ভিক্ষ পরিস্থিতির ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে।
যুদ্ধের কারণে গাজায় প্রবেশাধিকার সীমিত হওয়ায় মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বিবৃতি আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হলেও ইসরায়েলি সরকার এখনো গাজায় মানবিক সহায়তা প্রবাহে পূর্ণ ছাড় দেয়নি।

গাজায় চলমান মানবিক সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ও ডোনাল্ড ট্রাম্পের একমত হওয়া এই সংকট নিরসনে নতুন কূটনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয়—আন্তর্জাতিক সম্প্রদায় কতটা দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে পারে এই মানবিক বিপর্যয় মোকাবেলায়।











সূত্র: সিএনএন নিউজ।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading