০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বিশ্ব
রাশিয়ায় ৪৯ আরোহী নিয়ে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত: সবাই নিহতের আশঙ্কা

image

রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৪৯ আরোহীর সবাই নিহত হওয়ার আশঙ্কা। আন্তোনভ An-24 বিমান বিধ্বস্ত, উদ্ধারকারীরা খুঁজে পেয়েছে ধ্বংসাবশেষ

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে ৪৯ জন আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, বিমানে থাকা সব আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সবাই নিহত হয়েছেন বলেই ধারণা করছে কর্তৃপক্ষ।

বিমানটি ছিল সাইবেরিয়ার ‘আঙ্গারা এয়ারলাইনস’ পরিচালিত Antonov An-24 মডেলের, যা ১৯৭৬ সালে নির্মিত হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে বিমানটি চীন সীমান্তঘেঁষা টাইন্ডা শহরের দিকে যাচ্ছিল। এ সময় এটি হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়।

উদ্ধারকারী দল পাহাড়ি বনভূমিতে পোড়া ধ্বংসাবশেষ খুঁজে পায়। গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে।

এখনো দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বিরূপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি অথবা যোগাযোগ ব্যবস্থার গোলযোগ এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, Antonov An-24 মডেলের উড়োজাহাজটি রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এর নিরাপত্তা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন রয়েছে। অতীতেও একই মডেলের বিমান দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ফ্লাইটের শেষ অবস্থান, যোগাযোগ রেকর্ড এবং প্রযুক্তিগত দিক বিশ্লেষণ করছে তদন্তকারী দল।

রাশিয়ায় বিমান দুর্ঘটনার এই হৃদয়বিদারক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বারবার পুরনো বিমান ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও এখনো কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading