বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদালগুরি বলে জানিয়েছে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান ও চীনে ভূমিকম্পের কম্পন অনুভূত হলেও ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের উদালগুরি। দক্ষিণ এশিয়ার ছয়টি দেশে একসঙ্গে এই ভূমিকম্প অনুভূত হয়, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আতঙ্কের কথা জানান। এখন পর্যন্ত কোনো বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন।
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অনুভূত হওয়া এ ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও, বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতে বড় ধরনের কম্পন এড়াতে অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর জোর দিচ্ছেন তারা।
অনলাইন ডেস্ক
Comments: