০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বিশ্ব
চ্যাটজিপিটির ডায়েট চার্টে সোডিয়াম ব্রোমাইড খেয়ে গুরুতর অসুস্থ ৬০ বছর বয়সী ব্যক্তি

image

কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল পরামর্শে স্বাস্থ্যঝুঁকির ঘটনা সামনে এসেছে যুক্তরাষ্ট্রে। চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে সোডিয়াম ব্রোমাইড সেবন করে তিন মাস পর হাসপাতালে ভর্তি হলেন ৬০ বছর বয়সী এক ব্যক্তি।

মার্কিন চিকিৎসা সাময়িকী ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে সোডিয়াম ব্রোমাইড গ্রহণের ফলে ৬০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে তিনি অতিরিক্ত লবণ গ্রহণ এড়াতে ক্লোরাইডের বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইডকে নিরাপদ মনে করেছিলেন। চ্যাটজিপিটি সোডিয়াম ব্রোমাইডের ক্ষতিকর দিক সম্পর্কে কোনো সতর্কতা দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিন মাস ধরে সোডিয়াম ব্রোমাইড খাওয়ার কারণে ওই ব্যক্তি বিষক্রিয়ায় আক্রান্ত হন। জরুরি বিভাগে ভর্তি হওয়ার সময় তার মধ্যে ছিল অস্বাভাবিক উপসর্গ—তৃষ্ণার্ত থাকা সত্ত্বেও পানি পান না করা, হ্যালুসিনেশন, এবং মানসিক বিপর্যয়।

চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে ইন্ট্রাভেনাস ফ্লুইড ও অ্যান্টি-সাইকোটিক ওষুধ দিয়ে চিকিৎসা দেন। তিনি সুস্থ হওয়ার পর জানান, চ্যাটজিপিটির পরামর্শেই তিনি সোডিয়াম ব্রোমাইড খেতে শুরু করেছিলেন। যদিও ব্রোমাইড উপাদান একসময় উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহৃত হতো, এর স্বাস্থ্যঝুঁকির কারণে কয়েক দশক আগে মানুষের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে এটি কেবল কিছু পশুর চিকিৎসা ও শিল্পজাত পণ্যে ব্যবহৃত হয়। ওই ব্যক্তি তিন সপ্তাহ হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসকেরা সাধারণ জনগণকে কৃত্রিম বুদ্ধিমত্তার দেওয়া স্বাস্থ্য পরামর্শ অন্ধভাবে অনুসরণ না করার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক স্বাস্থ্য পরামর্শ গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার গুরুত্ব তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে পাওয়া যে কোনো স্বাস্থ্য পরামর্শ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি।












অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading