০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বিশ্ব
রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করুক ইউক্রেন: ডোনাল্ড ট্রাম্প

image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে শান্তি চুক্তি করা। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দিলে রাশিয়া যুদ্ধ বন্ধে রাজি হতে পারে।

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৬ আগস্ট) বলেন, “রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের শান্তি চুক্তি করা উচিত। কারণ রাশিয়া একটি বিশাল শক্তি, তারা নয়।” রয়টার্সের সূত্রে জানা যায়, ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন, পুতিন প্রস্তাব দিয়েছেন— কিয়েভ যদি পুরো দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেয়, তবে রাশিয়া অধিকাংশ ফ্রন্টলাইনে যুদ্ধ বন্ধ করবে। তবে জেলেনস্কি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। ইতোমধ্যে রাশিয়া ইউক্রেনের এক-পঞ্চমাংশ এলাকা এবং দোনেৎস্ক প্রদেশের প্রায় তিন-চতুর্থাংশ দখলে রেখেছে।

ট্রাম্প বলেন, যুদ্ধ থামাতে শান্তি চুক্তিই কার্যকর সমাধান, কেবল যুদ্ধবিরতি নয়। “যুদ্ধবিরতি প্রায়ই স্থায়ী হয় না,” তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন। অন্যদিকে জেলেনস্কি শর্ত দিয়েছেন— আগে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে, যাতে রাশিয়া পুনরায় আক্রমণ না করতে পারে। তিনি বলেছেন, সাংবিধানিক সংশোধন ছাড়া কোনো ভূখণ্ড ছাড়তে পারবেন না। এছাড়া আগামী সোমবার জেলেনস্কি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইউরোপীয় কয়েকজন নেতাও যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মস্কোর অবস্থান অপরিবর্তিত রয়েছে। পুতিন ইউক্রেনের ন্যাটো সদস্যপদে ভেটোর দাবিও পুনর্ব্যক্ত করেছেন। তবে জেলেনস্কির সঙ্গে বৈঠক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। ফক্স নিউজকে ট্রাম্প আরও বলেন, তিনি ও পুতিন ভূমি বিনিময় ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছেন এবং “প্রায় একমত” হয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আলোচনার নতুন উদ্যোগ নিলেও ইউক্রেন এখনো ভূখণ্ড ছাড়তে রাজি হয়নি। ট্রাম্প ও পুতিনের শান্তি চুক্তির আলোচনায় আন্তর্জাতিক মহল নজর রাখছে।














সূত্র: রয়টার্স

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading