২৫ জুলাই শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পদযাত্রা'। শহীদ মিনারে সমাবেশ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, প্রস্তুতি সম্পন্ন।
আগামী শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হবে জাতীয় নাগরিক পার্টির 'জুলাই পদযাত্রা'। ইতোমধ্যেই সিলেটে পদযাত্রার প্রস্তুতি চূড়ান্ত করেছে দলটি। নগরীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি, পোস্টারিং, তোড়ন নির্মাণসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম চলছে জোরেশোরে।
এ পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। তারা জানান, পদযাত্রাটি হবে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি শক্ত বার্তা।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবেই সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কর্মসূচি। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা।
এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবক দল নিয়োগ, রুট প্ল্যান নির্ধারণ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং চালু রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির 'জুলাই পদযাত্রা' কর্মসূচি সিলেটে সফল করতে প্রস্তুতির কোনো ঘাটতি রাখা হয়নি। দলটির নেতাকর্মীরা আশাবাদী, এই পদযাত্রা হবে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।
অনলাইন ডেস্ক
Comments: