০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
ঢাকা সমাবেশে যোগ দিতে গিয়ে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা, খুলনার জামায়াত নেতা নিহত

image

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে যোগ দিতে গিয়ে ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত খুলনার নেতা। ভোররাতে মাইক্রোবাস দুর্ঘটনায় মারা গেলেন জামায়াতের খুলনা জেলার আমির, গুরুতর আহত আরও অনেকে।

ঢাকায় আজ শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলার জামায়াত নেতা মাওলানা আবু সাঈদ (৫০)। এছাড়া দুর্ঘটনায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৭-৮ জন কর্মী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার ভোররাতে আনুমানিক ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে। মাইক্রোবাসে খুলনা ও যশোর অঞ্চলের প্রায় ১০ জন নেতাকর্মী ছিলেন। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন Relaks News 24-কে জানান, “ভোররাতে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং ৭-৮ জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।”

জানা গেছে, নিহত মাওলানা আবু সাঈদ জামায়াতে ইসলামীর দাকোপ উপজেলার আমির ছিলেন এবং তিনি সমাবেশে অংশগ্রহণের জন্য অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনার বিষয়টি জামায়াতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

এদিকে, আজকের জাতীয় সমাবেশ উপলক্ষে রাত থেকেই দলীয় কর্মীরা রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেছেন। সমাবেশটি দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নেতাকর্মীদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে।











ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading