আগামী ১৯ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে জানান নেতৃবৃন্দ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে স্থানীয় নোঙ্গর রেস্তোরায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন ১৯ জুলাই রাত ৮টায় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বান্দরবান থেকে এসে তারা পৌঁছাবেন। তারা আরও বলেন, এনসিপি দলের কেন্দ্রীয় নেতাদের সফরকে ঘিরে চট্টগ্রামের চন্দনাইশে চলছে জোর প্রস্তুতি। এ সময় চন্দনাইশে পৌছে কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত পথসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এনসিপির চন্দনাইশ উপজেলার যুগ্ম আহবায়ক আনাস মাহমুদ, "আমরা বিশ্বাস করি, চন্দনাইশে এই প্রথম এতগুলো কেন্দ্রীয় নেতার সমাবেশ হতে যাচ্ছে। আপনারা সকলে আমাদের পাশে থাকলে এ অনুষ্ঠান সফল হবে।"
চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মোঃ সাইফুল ইসলাম রাব্বি বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের জুলাই স্পিরিটসহ সাংগঠনিক শক্তি ও দলীয় ঐক্যের বহিঃ প্রকাশ। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের সফর সুষ্ঠু ও সফল করার জন্য সার্বিক প্রস্তুতি দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংবাদ সম্মেলন এনসিপির চন্দনাইশ উপজেলার আহ্বায়ক মোঃ তৈয়ব আলী, যুগ্ম আহবায়ক আনাস মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মোঃ সাইফুল ইসলাম রাব্বি, সংগঠক শাহরিয়ার ইমন, সংগঠক রবিউল হোসেন, সংগঠক সেকান্দার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, জেলা সংগঠক ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
মাসুম উদ্দীন
Comments: