২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
ব্রিটেন
বিলিয়নেয়ার Exodus: সম্পদ কর আতঙ্কে যুক্তরাজ্য ছাড়ছেন ধনকুবেররা

image

যুক্তরাজ্য থেকে মিলিয়ন নয়, বিলিয়ন—অর্থাৎ ধনকুবেরদেরই সাবেকি ঠিকানা বদলাচ্ছে। সম্পদ কর ও নন‑ডোম সুবিধা বাতিলের আতঙ্কে গত দুই বছরে এক‑চতুর্থাংশ ব্রিটিশ বিলিয়নেয়ার নিরাপদ করস্বর্গে পারি দিয়েছেন; ধারাবাহিকতা চলছেই।

রেকর্ড ধস | নিউ ওয়ার্ল্ড ওয়েলথের বিশ্লেষণ অনুযায়ী ২০২৩‑২৪ সালে যুক্তরাজ্যের ৭২ জন ডলার‑বিলিয়নেয়ারের ১৮ জনই দেশ ছেড়েছেন—হার ২৫ %।

কর নীতির ঝাঁকুনি | অক্টোবরে চ্যান্সেলর র‍্যাচেল রিভস নন‑ডোম মর্যাদা বাতিল করে; লেবার পার্টি ও সম্পদ কর (Wealth Tax) বিবেচনায় রেখেছে।

আলোচিত স্থানান্তর | পিকাডিলি সার্কাসের ‘ট্রোকাডেরো’ মালিক আসিফ আজিজ আবুধাবি, মিশরীয় ধনকুবের নাসেফ সাওরিস ইতালি, লিভিংস্টোন ভাইরা মোনাকোকে করবাস‑নিরাপদ গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন।

বিশ্ব চিত্র | একই সময়ে মাত্র ১২ জন চীনা ও ৮ জন রাশিয়ান বিলিয়নেয়ার দেশ ছেড়েছেন। বিপরীতে দুবাই‑কেন্দ্রিক ইউএই‑তে বিলিয়নেয়ারের সংখ্যা লাফিয়ে ২৮।

বিশ্লেষকদের শঙ্কা | অ্যাডাম স্মিথ ইনস্টিটিউট বলছে, ‘ধনীরা পা দিয়ে ভোট দিচ্ছে’; উচ্চ ক্যাপিটাল গেইন ও উত্তরাধিকার কর ব্রিটেনে নতুন সম্পদ সৃষ্টিকে নিরুৎসাহিত করছে।

সানডে টাইমস রিচ লিস্টে ২০২৫‑এ ব্রিটিশ বিলিয়নেয়ার ১৫৬, যা আগের বছরের তুলনায় ৯ কম—তালিকা শুরুর (১৯৮৯) পর সর্বোচ্চ বার্ষিক পতন।

ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক ১০ মিলিয়ন পাউন্ডের ওপর ২ % বার্ষিক সম্পদ করের পক্ষে; তাদের মতে, ‘ধনীরা পালাচ্ছে’ দাবিটি অতিরঞ্জিত।

নিউ ওয়ার্ল্ড ওয়েলথের অ্যান্ড্রু অ্যামোইলস বলছেন, ২০০৮‑এর পর থেকে ব্রিটেনে মাথাপিছু সম্পদ ১০ % কমেছে; ব্রেক্সিট ও লন্ডনের আর্থিক কেন্দ্র‑প্রতিদ্বন্দ্বীদের উত্থান পরিস্থিতি ঘনীভূত করেছে।

ইতালি‑মডেলের ‘গোল্ডেন ভিসা’ বা যুক্তরাষ্ট্র‑স্টাইল ‘ইবি‑৫’‑এর মতো উচ্চ‑নিট‑মূল্যবান ভিসা চালুর সুপারিশ করেছেন বিশ্লেষকেরা।

ব্রিটেনের কর‑নীতি ও অর্থনৈতিক স্থবিরতা ধনকুবেরদের দেশান্তরে ঠেলে দিচ্ছে—ফলে কর্মসংস্থান ও বিনিয়োগ‑ক্ষতির আশঙ্কা বাড়ছে। কর কাঠামো পুনর্বিবেচনা ও বিনিয়োগ‑বান্ধব ভিসা চালু না করলে বিলিয়নেয়ার Exodus থামানো কঠিন হবে, মত বিশেষজ্ঞদের।










অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading