০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
রাস্তা অবরোধ করছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর Geography and Environmental Science বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা রাখার পায়ের উপর দিয়ে উল্টোপথে আসা একটি ট্রাক চলে যাওয়ার প্রতিবাদে বিচারের দাবিতে মহাসড়ক অব*রোধ করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

বর্তমানে তাকে মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আজ (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার বিচার, সড়ক ব্যবস্থাপনা, রাকার চিকিৎসা ও ফুটওভার ব্রিজের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা. শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে রংপুরের লালবাগ থেকে মর্ডান মোড় পর্যন্ত প্রচুর জ্যামজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বলেন রোড এক্সিডেন্ট এ ফারজানার মত আর কারো যেন ক্ষতি না হয় এজন্য প্রশাসনের কাছে ফুট ওভারব্রিজ ও নিরাপত্তার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবে বলে জানিয়েছে।

এখন পর্যন্ত ভোগান্তিতে রংপুরের মডার্ন থেকে লালবাগ, শাপলা চত্বর, এবং মেডিকেল মোড়ের যাত্রীরা











রিলাক্স মিডিয়া/সাকিব এনামুল

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading