ছাত্র সংসদের সুনির্দিষ্ট রোড ম্যাপ এর জন্য বেশ কিছুদিন ধরেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্র সংসদের চূড়ান্ত রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এইদিকে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী অনশনের ডাক দেন এবং বেশ কয়েকজন গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তারা কখনোই অনশন ভাঙবে না।
মাঝরাতে এসে অসুস্থ হয় দুই শিক্ষার্থী, তাদের সাথে দুপুর থেকে একাত্মতা প্রকাশ করা উপাচার্যও ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা অনশন না ভাঙ্গলে তিনিও কিছু খাবেন না। ফলাফল তিনিও শারিরীকভাবে অসুস্থ বোধ করছেন বলে জানায় চিকিৎসক।
তবে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, মাঝরাত হলেও শিক্ষার্থীদের রেখে যায়নি তিনি। অসুস্থবোধ করা ঐ শিক্ষার্থীদের রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার কথা উঠলে শিক্ষার্থীরা তা বর্জন করেন এবং এখানেই অবস্থান নেন। তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান। হাজার প্রতিশ্রুতি দিলেও অন*শন ভাঙ্গবেন না শিক্ষার্থীরা বলে জানায় অ*নশনরতরা। এইক্ষেত্রে তাদের অবস্থান একদম বোল্ড & ক্লিয়ার। ছাত্রসংসদের রোডম্যাপ লাগবেই লাগবে, প্রয়োজনে জীবন দিবো। তবু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত কোন ঘোষণা দেননি।
রিলাক্স মিডিয়া/সাকিব এনামুল
Comments: