০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক

image

রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে এক অনলাইন জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। জানা গেছে, অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেডের অ্যাডহক ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মেক)-এর পীরগঞ্জ ক্যাম্পের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

রংপুর পীরগঞ্জের সেনা ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দল বুধবার (২৭ আগস্ট) দুপুরে পীরগঞ্জ বাজার এলাকা থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের রাশেদ তুরু মিয়ার পুত্র অন্তর আলী-কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অন্তর আলী স্বীকার করেন, তিনি একাধিক অনলাইন জুয়ার ওয়েবসাইট যেমন—R777, EG333, FB77, USPORT, KRIKYA, Aviator, Romax Deluxe, Jaya9, 7J777, 1XBet, J7777 ইত্যাদির সক্রিয় খেলোয়াড়।

এছাড়া তদন্তে জানা যায়, তার বিকাশ অ্যাকাউন্ট থেকে গত এক সপ্তাহে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়েছে, যা অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত আলামতসহ আটককৃতকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। অনলাইন জুয়াড়ি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।












রিলাক্স মিডিয়া/সাকিব এনামুল

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading