০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
রংপুরের পীরগঞ্জে যৌথ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

image

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাকদুয়ার ৪ নং ইউনিয়ান রসুলপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সম্মিলিত অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: নাজমুল হোসেনকে আটক করা হয়েছে। ৩১ আগস্ট ২০২৫, সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকা থেকে ঘটিকা পর্যন্ত এই সফল অভিযান পরিচালিত হয় এডহক ৩৪ ইবি (মেক), ৭২ পদাতিক ব্রিগেড, রংপুর সেনানিবাসের পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল-এর নেতৃত্বে। পুলিশের ও সেনাবাহিনী সহায়তায় এগিয়ে আসে, যা এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করে।

আটক নাজমুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও পূর্বে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে এবার যৌথ টহল দলের দৃঢ় পদক্ষেপে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে পীরগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে ছিলেন পীরগঞ্জ থানার পুলিশের একটি টিমও।

গ্রেফতারের সময় তার কাছ থেকে জব্দ করা হয়:ইয়াবা ১২৫ পিস, গাজা ২০০গ্রাম 'নগদ অর্থ ২৭২০টাকা মোবাইল দুইটি গাঁজা মাপার মালামাল ১ টি, অবৈধ বিড়ি ১৭০০০পিস বিড়ি ও সিগার অভিযুক্তকে জব্দকৃত আলামতসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় রাত ৯ ঘটিকায়।

এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সুসমন্বিত উদ্যোগে দীর্ঘদিনের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে, যা জনসাধারণের মধ্যে স্বস্তি এবং আস্থার পরিবেশ তৈরি করেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।













রিলাক্স মিডিয়া/সাকিব এনামুল 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading