২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
যশোরের শার্শায় চলন্ত মোটরসাইকেলের ও প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

image

যশোরের শার্শায় চলন্ত মোটরসাইকেলের ও প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২ যশোরের শার্শায় চলন্ত মোটরসাইকেলের পিছনে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা দু’জনেই মোটরসাইকেলের আরোহী।

বুধবার (২ এপ্রিল) রাত ১০ টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেন শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের অ্যাপাচি ফোরভি মোটরসাইকেল যোগে নিহতরা নাভারন থেকে বেনাপোল অভিমুখে যাচ্ছিল। হঠ্যাৎ একই দিকে যাওয়া অজ্ঞাতনামা একটি প্রাইভেটকার মোটরসাইকেলের পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ সময় ঘাতক প্রাইভেটকারটির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে বেনাপোল অভিমুখে পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোটরসাইকেল আরোহী দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।



মোঃ ইমরান হোসেন হৃদয়
শার্শা যশোর প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading