০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
যশোরের মণিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

image

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ই আগস্ট) থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে আগামী ২৪শে আগস্ট পর্যন্ত।

এ উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মৎস্য খামারিদের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজার সার্বিক তত্ত্বাবধানে ও অনুপম ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষী, উদ্যোক্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও নিশাত তামান্না বলেন, "দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে অভয়াশ্রমের গুরুত্ব অপরিসীম। সরকার দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় প্রজাতি রক্ষায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মণিরামপুরের মৎস্য চাষীরা এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।"

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মৎস্য চাষীদের প্রশিক্ষণ, পোনা অবমুক্তকরণ এবং মৎস্য খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রচারণা।

উল্লেখ্য, গত জুলাই মাসে মৎস্য সপ্তাহ পালনের কথা থাকলেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান দুর্ঘটনার কারণে দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় কর্মসূচিটি স্থগিত করা হয়। পরবর্তীতে চলতি আগস্ট মাসের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত দেশব্যাপী একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

অনুষ্ঠানের শেষে মণিরামপুর উপজেলার প্রায় ২৫ হাজার মৎস্য চাষীর মধ্য থেকে চিংড়ি, পাবদা ও কার্প জাতীয় মাছ চাষে বিশেষ অবদান রাখায় সেরা তিনজনকে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

















রিলাক্স মিডিয়া/যশোর

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading