০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
কুমিল্লায় ৪ হাজার ইয়াবা জব্দ না করে গায়েব! ধামাচাপায় ওসির ঘুষ প্রস্তাব

image

কুমিল্লা সদর দক্ষিণে এসআই আকবরের নেতৃত্বে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দের পর তা থানায় না এনে গোপনে গায়েব করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ওসি সাংবাদিকদের ঘুষ প্রস্তাব দেন।


গত ১৫ জুলাই বিকেলে রাজেশপুর উত্তরপাড়া এলাকায় তল্লাশির সময় ইয়াবা পাচারকারী জুয়েল ও সুজনকে আটক না করে ছেড়ে দেন এসআই আকবর। তবে মাদক পরিবহনে ব্যবহৃত Apache RTR মোটরসাইকেলটি জব্দ করেও থানায় না এনে স্থানীয় মনিরের বাড়িতে রেখে দেন। অভিযোগ রয়েছে, এ ঘটনায় মাদক কারবারিদের কাছ থেকে তিনি ৩ লাখ টাকা নেন।

তল্লাশির সময় পুলিশের সোর্স জাবেদ মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলেও আকবর তাকে মামলা করতে দেননি এবং এক মাসেও কোনো ব্যবস্থা নেননি। জাবেদ নিজেই সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

১১ আগস্ট ওসি মোহাম্মদ সেলিম প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলে দাবি করলেও পরে সাংবাদিকদের মোটরসাইকেল দেখাতে গিয়ে স্বীকার করেন, গাড়িটি থানায় নেই। পরবর্তীতে তিনি সোর্স আহত হওয়ার ঘটনায় মামলা রুজুর নির্দেশ দেন। কিন্তু এর মাঝেই থানার ওয়্যারলেস অপারেটর সাংবাদিকদের ডেকে ঘুষ প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে।












রিলাক্স মিডিয়া/কুমিল্লা 

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading