র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত মো. সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। পদোন্নতির আগে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন।
মো. সারোয়ার আলম র্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে প্রশংসিত হয়েছেন। করোনার সময় ভুয়া করোনা টেস্ট এবং বিভিন্ন ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযানেও তিনি খ্যাতি অর্জন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৮ আগস্ট) তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে। গত বছরের ৫ আগস্টের পর তিনবার পদোন্নতি বঞ্চিত হওয়ার পর তিনি এই পদে উন্নীত হয়েছেন।
সারোয়ার আলম অতীতে একটি ফেসবুক পোস্টের কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তিরস্কার পেয়েছিলেন। পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করা সরকারি কর্মকর্তাদের বেশিরভাগই চাকরিজীবনে পদে পদে বঞ্চিত হন।
সর্বশেষ তিনি সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযানে নেতৃত্ব দিয়ে মাদক, অস্ত্র-গুলি ও অবৈধ ওয়াকিটকি উদ্ধার করেন। অভিযানে হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মো. সারোয়ার আলমের সিলেট জেলা প্রশাসক পদায়ন স্থানীয় প্রশাসনে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। র্যাবে তার সফল কর্মকাণ্ড এবং সততার খ্যাতি জেলা প্রশাসনেও তার পদে গুরুত্ব বহন করবে বলে মনে করা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: