০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
দুর্গোৎসব ঘিরে সিলেটে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সমন্বয় সভা

image

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সিলেটে নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। ধর্মীয় সম্প্রীতির নগরী সিলেটে পূজার আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় সভায় অংশ নিলেন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিলেট জেলা পুলিশ কার্যালয়ে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা বলেন, সিলেট ঐতিহ্যগতভাবে সম্প্রীতির নগরী হিসেবে পরিচিত। সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। তাই শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনের জন্য রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা ও সামাজিক সচেতনতা অপরিহার্য।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব চলাকালে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেজন্য জেলা জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিটি উপজেলায় বিশেষ নজরদারি থাকবে।
গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে থাকবে সিসিটিভি ক্যামেরা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন।
র‌্যাব-পুলিশের টহল জোরদার থাকবে।
কন্ট্রোল রুম ও জরুরি রেসপন্স টিম প্রস্তুত থাকবে।

সভায় আরও বলা হয়, শুধুমাত্র প্রশাসনের একক প্রচেষ্টা নয়, বরং নাগরিক সমাজ, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগেই শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করা সম্ভব। বক্তারা গুজব ও বিভ্রান্তি থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন।


সভায় উপস্থিত সবাই আসন্ন দুর্গোৎসবকে ঘিরে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত প্রচেষ্টা সিলেটে দুর্গোৎসবকে আনন্দমুখর ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading