গত মঙ্গলবার রাত ১০টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দুই দিন পেরিয়ে গেলেও এলাকায় বিদ্যুৎ ফেরেনি। দীর্ঘ এই বিপর্যয়ে পুরো উপজেলাজুড়ে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। শিশু ও বৃদ্ধদের ভোগান্তি সবচেয়ে বেশি। ফ্রিজে রাখা খাবার নষ্ট হচ্ছে, পানির সংকট দেখা দিয়েছে এবং মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবন থমকে গেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হলো সাবমেরিন কেবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। কেবলটি মেরামত সম্ভব নয়, সম্পূর্ণ রিপ্লেস করতে হবে। আর এই কাজ সম্পন্ন করতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এ অবস্থায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা বলছেন, “এক সপ্তাহ বিদ্যুৎ ছাড়া থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে দ্রুত বিকল্প ব্যবস্থা নিতে হবে।”
বর্তমানে মেহেন্দিগঞ্জে অন্ধকার নেমে এসেছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, সেটিই এখন সবার সবচেয়ে বড় দুশ্চিন্তা।
রিলাক্স মিডিয়া/সিয়াম বিশ্বাস
Comments: