০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
নারায়ণগঞ্জ শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ড

image

শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে হলরুমের ভেতর আগুন দেখা দিলে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে কোনো কার্যক্রম না থাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত আশপাশের কেউ সিগারেটের আগুন ভেতরে ফেলায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়া স্থানীয়রা অভিযোগ করে বলেন, পরিত্যক্ত এ ভবনের ভেতরে ও আশপাশে প্রায়ই মাদকসেবীদের আড্ডা বসে। তাদের অসতর্কতার কারণেও আগুন লাগতে পারে বলে মনে করছেন তারা।

এদিকে অগ্নিকাণ্ডের সময় শহীদ জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ মেলা চলছিল। তবে সৌভাগ্যক্রমে ভেতরের আগুন বাইরে ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।












রিলাক্স মিডিয়া/মেহেদী হাসান অপূর্ব

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading