২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরীর প্রার্থীতা ঘোষণা

image



সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় (১৯ জুলাই)জোবাইদা গার্ডেন, দশধরী গ্রামে সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়। প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাকালীণ আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহ সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। লিখিত বক্তব্য তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সৃষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরন এক বিরাট চ্যালেঞ্জ।

জুলাই ২৪ অভ্যুখানে গণ মানুষের আকাঙ্খা বাস্তবায়ন আজ হুমকির সম্মুখীর। আজ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। যা দেশের স্বাধীনতা সারভৌমত্ব ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে বিরাট বাঁধা হয়ে দাড়িয়েছে। ফ্যসিস্ট সরকারের রেখে যাওয়া দূর্নীতিগ্রস্থ প্রশাসন সহ সকল স্তরে জমে থাকা জঞ্জালগুলি অপসারন করে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।

গণতন্ত্রের উত্তোরনে সমাজের ভালো মানুষদের এগিয়ে আসার জন্য আমি আহব্বান জানাচ্ছি। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ দূনীতি মুক্ত জনবান্দব প্রশাসন সহ সকল স্তরে গণতান্ত্রয়ন প্রয়োজন।তিনি আরও বলেন, আপনারা জানেন, আমি দীর্ঘ দিন যাবত রাজনৈতিক কর্মকান্ডে জরিত। স্বেরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। জনগণের ভোটার অধিকার প্রতিষ্টায় জুলাই অভ্যুঙ্খান নতুন বাংলাদেশের দোয়ার খুলে দিয়েছে। এই প্রেক্ষিতে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস নির্বাচনী অভিঞ্জতা, দূর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে বিএনপি আমাকে মনোনয়ন দিবে। আমি আপনাদের সার্বাত্বক সহযোগিতা কামনা করি। 


ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading