২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত শিক্ষার্থীর মৃত্যু, মামলা করতে পারছে না পরিবার

image

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাতা দেখতে না দেওয়ায় সহপাঠীদের মারধরে আহত শিক্ষার্থী ইমন হোসেনের মৃত্যু, মামলা করতে পারছে না পরিবার। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে এসএসসি পরীক্ষাকালে খাতা দেখতে না দেওয়ায় সহপাঠীদের মারধরে আহত ইমন হোসেন (১৬) মৃত্যুবরণ করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমন ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে এবং খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ঘটনার আট দিন পেরিয়ে গেলেও থানার সীমানা জটিলতার অজুহাতে কোনো মামলা দায়ের করতে পারেনি ইমনের পরিবার। এতে পরিবারের পাশাপাশি স্থানীয়রাও চরম ক্ষুব্ধ। গত ১৭ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাকালে সহপাঠীরা ইমনের খাতা দেখতে চাইলে ইমন রাজি না হওয়ায় পরদিন ১৮ এপ্রিল বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়ায় ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। এতে ইমনের মাথার বাঁ পাশের খুলি ভেঙে যায়। তাকে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে, পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বাড়ি ফিরিয়ে আনা হয় এবং শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

ইমনের বাবা ইমদাদুল মোল্লা জানান, তার ছেলে নম্র-ভদ্র এবং মেধাবী ছিল। খাতা দেখতে না দেওয়ায় এমন নৃশংস হত্যাকাণ্ড হবে, তা ভাবেননি। মামলা করতে গিয়েও দুই থানার ঠেলাঠেলির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় ইউপি সদস্য তোতা মিয়া বলেন, পুলিশ সীমানা সমস্যার অজুহাতে মামলা নেয়নি। তবে শুক্রবার মরদেহের সুরতহাল তৈরি করে এনায়েতপুর থানা জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানিয়েছেন, শিক্ষার্থী ইমনের ঘটনায় থানায় জিডি করা হয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই বক্তব্য দিয়েছেন বেলকুচি থানার ওসি জাকেরিয়া ইসলাম। এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই; খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থী ইমনের নির্মম মৃত্যুর ঘটনায় গোটা এলাকা শোকাহত। দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। থানা ও পুলিশের দৃষ্টান্তমূলক পদক্ষেপ জনগণের প্রত্যাশা।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading