০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
সিলেটে সবজির বাজারে আগুন, মুরগি-ডিমের দামও ঊর্ধ্বমুখী

image

সিলেটে তিন সপ্তাহ ধরে চলা বৃষ্টির প্রভাব কমলেও সবজির বাজারে দামের আগুন কমেনি। সবজির পাশাপাশি মুরগি ও ডিমের দামও বেড়ে ক্রেতাদের ভোগান্তি চরমে উঠেছে।

সিলেটে গত তিন সপ্তাহের টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া হয়ে উঠেছিল। তবে এ সপ্তাহে বৃষ্টি না থাকলেও বাজারে দাম কমেনি। উল্টো অনেক সবজির দাম আরও বেড়েছে। একই সঙ্গে মুরগি ও ডিমের দামেও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি বেড়েছে ১০-১৫ টাকা। বর্তমানে খুচরা বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪৫-১৫০ টাকা। ডিমের দামও প্রতি হালিতে বেড়েছে ৮-১০ টাকা। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৪০-৪২ টাকা।

বুধবার (২৭ আগস্ট) বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট ঘুরে দেখা গেছে:

কচুমুখী: ৫০-৬০ টাকা

গাজর: ১২০ টাকা

ঝিঙা: ৭০-৮০ টাকা

চিচিঙা: ৫০-৫৫ টাকা

শসা: ৬০-৭০ টাকা

পটল: ৬০ টাকা

কাচা মরিচ: ২২০ টাকা

করলা: ৮০ টাকা

বরবটি: ১১০-১২০ টাকা

ঢেঁড়স: ৭০ টাকা

টমেটো: ১২০ টাকা

শুধুমাত্র পেঁপে আগের মতোই প্রতিকেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্য কোনো সবজিই ৫০ টাকার নিচে নেই। ক্রেতারা অভিযোগ করেছেন, বাজারে কোনো ধরনের তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন, স্থানীয় সবজির সরবরাহ কম থাকায় বাইরের জেলায় নির্ভর করতে হচ্ছে, যা দামের ঊর্ধ্বগতির মূল কারণ। আড়ৎদাররা জানান, পাইকারি বাজারেই দাম বেড়েছে। তাই খুচরা বাজারে ভোক্তাদের বেশি দাম গুনতে হচ্ছে।


সিলেটের বাজারে সবজির দাম স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মুরগি ও ডিমের দামও ক্রমশ বাড়তে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, নিয়মিত মনিটরিং চালু রয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক না হলে দাম কমার সম্ভাবনা কম।













অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading