সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন ও বিক্রি রোধে কঠোর পদক্ষেপ নিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক। পর্যটন এলাকা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের জারি করা আদেশে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
সিলেটে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি নিয়ে নতুন করে কঠোর নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বুধবার (২৭ আগস্ট) এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, সীমান্তবর্তী উপজেলা ও পর্যটন এলাকা থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পাচার কার্যক্রম দিন দিন বেড়ে যাচ্ছে। এতে পরিবেশ ধ্বংস, প্রাকৃতিক বিপর্যয় এবং পর্যটন খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে সিলেট জেলার পুরো এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
আদেশে আরও বলা হয়, কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এটি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল। বিশেষ করে জাফলং, ভোলাগঞ্জ, লালাখালসহ জনপ্রিয় পর্যটন এলাকাগুলোতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর বিরূপ প্রভাব দেখা দিচ্ছিল। নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব গ্রহণের পরপরই এ পদক্ষেপ গ্রহণ করায় সচেতন মহল স্বাগত জানিয়েছে।
সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলন ও পাচার রোধে জেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে অনেকে সময়োপযোগী মনে করছেন। তবে এ আদেশ কার্যকর করতে নিয়মিত মনিটরিং ও অভিযানের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
অনলাইন ডেস্ক
Comments: