২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
সহকারী ইমাম ও মাদরাসাছাত্রের উপর কিশোর গ্যাংয়ের হামলায় উত্তাল মেহেন্দিগঞ্জ

image





মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের হোগলটুরী সিনিয়র মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ জাহিদুল ইসলাম গুরুতর হামলার শিকার হয়েছেন।

রবিবার বেলা ১টার দিকে পরীক্ষা শেষে মাদরাসা থেকে বের হওয়ার সময় একদল বহিরাগত কিশোর পূর্বপরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র, হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে রক্তাক্ত করে ফেলে রেখে পালিয়ে যায়।



আহত জাহিদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই শ্রেণির ছাত্র তামিম ওরফে সাব্বিরের নির্দেশে কিশোর তানবির হাওলাদারের নেতৃত্বে ১০-১২ জনের একটি কিশোর গ্যাং তার উপর হামলা চালায়। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে আরও বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।


আহত অবস্থায় হাফেজ জাহিদুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, "আমি মসজিদে ইমামতি করি, শান্তিপূর্ণভাবে পড়াশোনা করি। আমার কোনো শত্রুতা নেই। কেন তারা আমার উপর এমন বর্বর হামলা করল, আমি জানি না। আমি এর বিচার চাই।"

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যদি এখনই রোধ না করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বিপদের মুখে পড়বে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন


সিয়াম বিশ্বাস, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading