সিলেট মহানগরবাসীর জন্য স্বস্তির খবর—রিকশা ভাড়ায় এলো শৃঙ্খলা। নগর পুলিশের উদ্যোগে এবার প্যাডেল চালিত রিকশার ভাড়া নির্ধারণ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে।
ব্যবসায়ী, রাজনীতিক ও সুশীল সমাজের মতামত নিয়েই নতুন রিকশা ভাড়ার তালিকা প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ (এসএমপি) নগরীতে চলাচলকারী প্যাডেল চালিত রিকশার প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রকাশ করে। এর আগে নগরবাসীর স্বস্তি ও পরিবহন শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করে পুলিশ।
প্রস্তাবিত তালিকা অনুযায়ী—
জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা।
সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট ও শাহী ঈদগাহ পর্যন্ত ৪০ টাকা।
শিবগঞ্জ ও ওসমানী মেডিক্যাল পর্যন্ত ৫০ টাকা, আর বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি ও মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, খরাদিপাড়া, সেনপাড়া পর্যন্ত ভাড়া ২০ টাকা।
এছাড়া নতুন ব্রিজ পর্যন্ত ৩০ টাকা এবং বিভিন্ন রুট অনুযায়ী ভাড়া ৩০ থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
বিশেষ করে দক্ষিণ সুরমার ক্বীন ব্রিজ থেকে রেলগেট পর্যন্ত ২০ টাকা, কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় পর্যন্ত ৬০ টাকা এবং শাবি গেইট পর্যন্ত ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই রিকশা ভাড়া নির্ধারণের ফলে যাত্রী ও চালকদের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, নির্ধারিত ভাড়ার ফলে অতিরিক্ত দাবি বা যাত্রী ভোগান্তি অনেকটাই কমে যাবে।
পুলিশ জানায়, নগরীতে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ ও জনস্বার্থে এই ভাড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে জনগণের মতামতের ভিত্তিতে তালিকায় সংশোধন আনা হবে।
সিলেট মহানগর পুলিশের এই উদ্যোগে নগর পরিবহনে শৃঙ্খলা ফেরার আশা করছে নগরবাসী। নির্ধারিত ভাড়া কার্যকর হলে নাগরিক জীবন আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন যাত্রীরা।
অনলাইন ডেস্ক
Comments: