রংপুর মহানগরীর প্রবেশদ্বারে ৩৫ ফুট উচ্চতার স্তম্ভ থেকে মুছে ফেলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। মডার্ন মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অর্জন’ থেকে কালো রঙে ঢেকে দেওয়া হলো বঙ্গবন্ধুর ছবি, জায়গা নিচ্ছেন জুলাই যোদ্ধারা।
রংপুর মহানগরীর মডার্ন মোড়ে অবস্থিত ৩৫ ফুট উচ্চতার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অর্জন’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ছবিটি কালো রঙে ঢেকে দেওয়া হয়।
জুলাই যোদ্ধারা দাবি করেন, “৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর সবকিছুই ইতিহাস থেকে মুছে গেছে।” তারা জানান, এই স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর স্থানে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের ছবি সংযোজন করা হবে।
এখন থেকে ঐতিহাসিক এই স্তম্ভে শোভা পাবে ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া যোদ্ধাদের ছবি ও প্রতীক। রংপুরের এই স্তম্ভটি শুধুমাত্র একটি স্মারক নয়, এটি ঢাকা থেকে বগুড়া, পীরগঞ্জ হয়ে রংপুরে প্রবেশের প্রধান চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এই স্তম্ভকে রংপুরের "স্বাগত স্তম্ভ" বলেও অভিহিত করা হয়।
স্থানীয়দের মধ্যে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে ইতিহাস মুছে ফেলার সামিল বললেও, কেউ আবার বলছেন সময়ের দাবি অনুযায়ী এটি একটি সাহসী পদক্ষেপ। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মডার্ন মোড়ের ৩৫ ফুট উঁচু স্তম্ভটি রংপুরবাসীর ঐতিহ্যের অংশ। সেখানে বঙ্গবন্ধুর ছবি মুছে দিয়ে জুলাই যোদ্ধাদের ছবি স্থাপন সময়ের রাজনীতি ও আন্দোলনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়েও বিতর্কের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকে।
সাকিব এনামুল, রংপুর প্রতিনিধি
Comments: