২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
রংপুর সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণ

image



রংপুর সিও বাজারে এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণে হতাহত অনেকে।
বিকট শব্দে স্তব্ধ পুরো শহর।আজ দুপুর বারোটায় এই ঘটনা হয়। এ ঘটনায় নিহত একজন এবং আহত বেশ কয়েকজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কাছে শোনা যায় যে সেই গ্যাস ট্যাংকের লিকেজ চেক করার জন্য কাজ করছিল এমতাবস্থায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে ১১ ই জুলাই রাতে সেই এলপিজি স্টেশনে গ্যাস লিকেজ এর ঘটনা ঘটেছিল।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিলো যে, আশপাশের ৩-৪ কিলোমিটার এলাকার থাই গ্লাস একে একে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। যত টিনের চাল ছিলো—সব উড়ে গিয়েছে দূরে। স্টেশনের পাশে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস আর অ্যাম্বুলেন্সগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি লোহার অ্যাঙ্গেল ছিটকে গিয়ে গাছের ওপর গিয়ে পড়েছে। চারপাশ যেন এক ভয়ংকর যুদ্ধক্ষেত্র!

ক্ষতিগ্রস্তদের দাবি সরকার থেকে যেন কোন সরকারি পুনর্বাসন বা আর্থিকভাবে সাহায্য করে

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading