০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অপরাধে ইউপি সদস্য গ্রেপ্তার

image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সিরাজ খানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৬শে আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পর বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

পরে জানা যায়, সাইফুল ইসলাম বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তরুণী গত ২০শে ফেব্রুয়ারি সাইফুলের বিরুদ্ধে মহামান্য আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে সাইফুল জেলহাজতে রয়েছেন।

এ মামলার তদন্তে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ। তিনি জানান, গ্রেপ্তারের পর সিরাজ খাঁনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।













রিলাক্স মিডিয়া/তিমির বনিক


ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading