সিলেটে ধানক্ষেত ও বাড়ির উঠান থেকেও সাদাপাথর উদ্ধার। যৌথবাহিনীর অভিযানে ৫ হাজার ফুটের বেশি সাদাপাথর উদ্ধার, একজন আটক।
সিলেটে অবৈধভাবে লুকানো সাদাপাথর উদ্ধার অব্যাহত রয়েছে। এবার সদর উপজেলায় ধানক্ষেত, বাড়ির উঠান ও পথের ধারে ঝোপঝাড় থেকে প্রায় ৫ হাজার ১০০ ফুট সাদাপাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ। এসময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও সালিয়া গ্রামে ব্যাপক তল্লাশি চালানো হয়। ধানক্ষেত, ঘরের উঠান, এমনকি পথের ধারে ঘাস ও লতাপাতার আড়ালে রাখা সাদাপাথরগুলো উদ্ধার করা হয়।
অভিযানে একজন সন্দেহভাজনকে আটক করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার আব্দুল বাসেত সরকার জানান, আটক ব্যক্তির নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ জানান, উদ্ধারকৃত সাদাপাথর যথাস্থানে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
=সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুতের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান। এবার ধানক্ষেত ও বাড়ির উঠান থেকে পাথর উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
Comments: