০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
পটুয়াখালীতে হাসপাতালের ‘বাগানের মালি’ রোগী সেলাই করছেন, স্বাস্থ্যসেবায় চরম বিশৃঙ্খলা!

image

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ‘বাগানের মালি’ চিকিৎসা সহকারী হিসেবে সেলাই, ইনজেকশন ও ব্যান্ডেজের মতো কাজ করছেন—যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নিয়োগপ্রাপ্ত একজন হারবাল সহকারী, যার প্রকৃত কাজ ছিল গাছপালা দেখভাল ও হারবাল বিভাগে সহায়তা, সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে জরুরি বিভাগে রোগীদের চিকিৎসাসেবায় যুক্ত রয়েছেন। হাসপাতালটিতে নেই কোনো হারবাল সেবা বা বাগানই।

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মো. সবুজ নামের একজন কর্মচারী, যিনি নিযুক্ত ছিলেন ‘বাগানের মালি কাম হারবাল সহকারী’ হিসেবে, দীর্ঘদিন ধরে জরুরি বিভাগে চিকিৎসার দায়িত্ব পালন করছেন। রোগীর সেলাই, ব্যান্ডেজ, ইনজেকশনসহ গুরুতর কাজ করছেন তিনি। অথচ হাসপাতালটিতে নেই কোনো বাগান বা হারবাল চিকিৎসা বিভাগ।

রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসক সংকটের কারণে কর্তৃপক্ষ সবুজকে এই দায়িত্ব দিয়েছেন। অথচ তার অনভিজ্ঞতায় অনেক রোগীর ইনফেকশন বেড়েছে। অভিযোগ রয়েছে, তিনি রোগীর স্বজনদের কাছ থেকে অর্থও গ্রহণ করছেন।

সবুজ নিজে বলেছেন, তার নির্দিষ্ট কোনো ডিউটি নেই, যেখানে কর্তৃপক্ষ বলেন সেখানেই কাজ করেন। অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার না করে বলেন, কেউ দিলে নেন, জোর করে নেন না।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেছেন, জরুরি বিভাগে ডাক্তার ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের অভাব থাকায় সবুজকে সহকারী হিসেবে কাজ করতে হচ্ছে।
পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “এটা অনভিপ্রেত, তবে জনবল সংকটের কারণেই হয়েছে। দ্রুত নিয়োগ দিয়ে এ সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”

সরকারি স্বাস্থ্যসেবার এই ভয়াবহ চিত্র জনমনে আতঙ্ক তৈরি করেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই অব্যবস্থাপনা আরও বিপর্যয় ডেকে আনতে পারে বলে মনে করছেন স্বাস্থ্যসেবার বিশেষজ্ঞরা।








নাবিল ইসলাম

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading