ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ঠাকুরগাঁও জেলার দশ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির আওতায়, ঠাকুরগাঁও জেলা পরিষদের সহযোগীতায়, পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দীর্ঘ দশ কিলোমিটার সড়কজুড়ে কৃষ্ণচূড়ার চারা রোপন কর্মসূচির উদ্ধোধন হয়।
শনিবার দুপুরে পীরগঞ্জ-সাগুনি সড়কের দু'ধারে চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এই আয়োজনে উপস্থিত ছিলেন থুমনিয়া বন বিট কর্মকর্তা শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।
সাকিব আহসান
Comments: