২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
পীরগঞ্জে চারদিনব্যাপী ড্রোন উড়ানো কর্মশালা

image



ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চারদিনব্যাপীড্রোন উড়ানো কর্মশালা' আয়োজিত হয়েছে। অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ARAB), বেঙ্গল অ্যাভিয়েশন ইনিশিয়েটিভের
যৌথ উদ্যোগে,পীরগঞ্জ পাবলিক ক্লাবের আয়োজন ও সার্বিক সহযোগিতায় এই কর্মশালা পরিচালনা করা হয়।


কর্মশালার প্রথম ও দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের ড্রোন সংক্রান্ত মৌলিক এবং কারিগরি দিকনির্দেশনা দেওয়া হয়।
তৃতীয় দিনে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে অংশগ্রহণকারীদের নিয়ে অনুশীলন করানো ( ফ্লাইং টেস্ট) ও সন্ধ্যায় তাদেরকে টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রপুঞ্জ দেখানো হয়।
শেষ দিনে, পৌরশহরের দোয়া কমিউনিটি সেন্টারে অংশগ্রহণকারীদের মাঝে নির্দেশনামূলক কথা তুলে ধরেনবেঙ্গল অ্যাভিয়েশন ইনিশিয়েটিভ ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিদল।

সবশেষে, ৪৮ জন অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এই কর্মশালার অভিষ্ট ছিল দুর্যোগ ব্যবস্থাপনা,কৃষি,ভূমি জরিপ,স্বাস্থ্য ও জরুরী সেবা,নদী দূষণ-মুক্ত-করণ এবং বনভূমি রক্ষা।

সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান ( SPARRSO)'র রিসার্চ ফেলো মনিরুল ইসলাম বাপ্পি, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসোসিয়েট রাশেদুল হক, লেফটেন্যান্ট কমান্ডার ( অবঃ) জিয়া, লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) জুলকারনাইন।
সেই সাথে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পাবলিক ক্লাবের সভাপতি রওশন কবির,সাধারণ সম্পাদক সাকিব আহমেদ সোহান,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা
পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাহিত্য বিষয়ক সম্পাদক সাকিব আহসান প্রমুখ।


সাকিব আহসান
প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading