বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে টানা কয়েক দিন ধরে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ স্বাভাবিক হয়নি। এতে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি। ফ্রিজে রাখা খাবার নষ্ট হচ্ছে, পানির সংকট দেখা দিয়েছে এবং মোবাইলসহ নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবন একেবারেই অচল হয়ে পড়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রধান সংযোগে ব্যবহৃত সাবমেরিন কেবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মেরামত নয়, বরং সম্পূর্ণ রিপ্লেস করতে হবে। আর পুরো কাজ শেষ করতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের ধৈর্য প্রায় শেষের পথে। এলাকাবাসীরা জানিয়েছেন, আগামীকালও যদি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হয়, তবে তারা গণ-আন্দোলনের ডাক দেবেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যুৎ ছাড়া টানা এত দিন চলা সম্ভব নয়। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হবো।” বর্তমানে মেহেন্দিগঞ্জে অন্ধকারে নিমজ্জিত জনজীবন, আর বিদ্যুৎ সংকট সমাধানে বিলম্ব হলে পরিস্থিতি আরও উত্তপ্ত আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিলাক্স মিডিয়া/সিয়াম বিশ্বাস
Comments: