জুলাই আন্দোলনের শহিদদের” স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে নাটোরের লালপুরে জেলা পর্যায়ে গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ওয়ালিয়া বাজারে আয়োজিত এ কর্মসূচিতে জেলা কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট হারুন অর রশিদ বুলবুল ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন সোহাগকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আসাদুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা গণঅধিকারের সাবেক যুগ্ম আহ্বায়ক মিল্টন হোসেন, উৎপল পাল, সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মামুন ও রিপন আহামেদ, ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকারের সহ-সভাপতি মেহেদী হাসান সোহাগ এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তরিকুল ইসলাম ফাহিম
Comments: