০২ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
নাগরপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের বিক্ষোভ, জিয়াউর ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ

image

নাগরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জাতীয়তাবাদী তাঁতীদল। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জাতীয় নেতাদের অসম্মানজনক উপস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁতীদলের নেতাকর্মীরা। মিছিলটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে এবং সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীদলের সভাপতি দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আরিফুল রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান লিয়াকত, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান সাজু, এবং শ্রমিক নেতা কেএম সেলিম।

বক্তারা বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান এবং তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যে আমরা ক্ষুব্ধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, এধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁতীদলের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

নাগরপুরে জাতীয়তাবাদী তাঁতীদলের এ বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা তৈরি করেছে। নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী, জাতির শ্রদ্ধেয় ব্যক্তিদের বিরুদ্ধে কটূক্তি বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিতও মিলেছে।








হোসাইন মৃদুল

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading