২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
মোংলা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণসভা

image





দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা কিংবদন্তী শিল্পোদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মোংলা প্রেস ক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মোংলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো: আমির হোসেন আমু'র সভাপতিত্বে ও মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: হাসান গাজী'র সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি মো: আহসান হাবীব হাসান।
শোকসভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশপ্রেমিক সাহসী শিল্পোদ্যোক্তা ছিলেন।


দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন। তিনি শুধু ব্যক্তি জীবনে সফল সংগ্রামী শুধু নয়, জাতির দুর্দিনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছিলেন।

দেশ স্বাধীনের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিল্পবের ও অন্যতম ভূমিকা নেন তিনি। বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুতের পেছনের কারিগর বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা আজীবন মনে রাখবে দেশের জনগণ।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


স্মরণসভায় পূর্বাঞ্চলের নুর আলম শেখ, এটিএন নিউজের নিজাম উদ্দিন, সময়ের কন্ঠের মো: ওমর ফারুক, আজকের সংবাদ ও খুলনা গেজেটের বি এম ওয়াসিম আরমান, পাঞ্জেরীর সোহেল হাওলাদার, ভোরের আকাশের শিকদার শরিফুল ইসলাম, চ্যানেল এস'র রাজু তালুকদার, রিলাক্স নিউজ-২৪ এর আলী আজীম, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



আলী আজীম, মোংলা (বাগেরহাট):

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading