০৩ অক্টোবর ২০২৫ | ১৭ আশ্বিন ১৪৩২
বাংলাদেশ
মেঘনার ভাঙনে বেরিয়ে এলো ৯ বছর আগে দাফনকৃত লা*শ

image

মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের উত্তর দাদপুর ফেরিঘাট এলাকায় মেঘনার ভাঙনে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রায় ৯ বছর আগে দাফন করা এক মৃতদেহের কাফনের কাপড় নদীভাঙনের কারণে বেরিয়ে আসে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, কাফনের কাপড় প্রায় অক্ষত থাকলেও দেহটি অক্ষত নেই। মৃত ব্যক্তির নাম ক্বারী হারুন অর রশিদ। তিনি দাদপুর কেরাতুল কুরআন মাদরাসার দীর্ঘদিনের শিক্ষক ছিলেন। অত্যন্ত সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবক হিসেবেই তিনি এলাকায় পরিচিত ছিলেন। তার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, রবিবার বিকালে হঠাৎ নদীভাঙনের কারণে দাফনস্থল ক্ষতিগ্রস্ত হলে এ দৃশ্য চোখে পড়ে। পরে মরহুমকে পুনরায় একই গ্রামের খলিল মোল্লা বাড়ির দরজায় দাফন করা হয়।

গ্রামবাসী জানিয়েছেন, মরহুম ক্বারী হারুন অর রশিদ ২০১৬ সালে ইন্তেকাল করেন। মৃত্যুর পরও তিনি এলাকার মানুষের স্মৃতিতে একজন শিক্ষাগুরু ও প্রিয় মানুষ হিসেবে রয়ে গেছেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং অনেকেই তার জন্য দোয়া করেন।

এলাকাবাসীর দাবি, মেঘনার ভাঙনে প্রতিনিয়ত বসতভিটা, কবরস্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। সরকারের জরুরি উদ্যোগ ছাড়া এ ভাঙন রোধ করা সম্ভব নয়।















রিলাক্স মিডিয়া/সিয়াম বিশ্বাস

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading