২৭ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২
বাংলাদেশ
মেঘনার উত্তাল স্রোতে ডুবে গেল ৭টি বাল্কহেড, ১৩ জনকে উদ্ধার করলেন স্থানীয় জেলেরা

image





বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের মল্লিকপুর এলাকায় মেঘনা নদীর তীব্র স্রোতে বালুবোঝাই ৭টি বাল্কহেড ডুবে গেছে। শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই করে আসা বাল্কহেডগুলো মেঘনা নদীর মাঝপথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একে একে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলেরা দ্রুত নৌকাযোগে উদ্ধার অভিযানে নামেন। পরে নৌ-পুলিশের সহায়তায় মোট ১৩ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন সাঁতার না জানায় চরম আতঙ্কে ছিলেন বলে জানা গেছে। তবে স্থানীয়দের সাহসী পদক্ষেপে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

নৌ-পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া বাল্কহেডগুলো নদীর গভীরে তলিয়ে গেছে। বর্তমানে নদী পরিবহনে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে


সিয়াম বিশ্বাস, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading